সড়কে ছিটকে পড়লে দুই ভাইয়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক্টর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নজিপুর-সাপাহার সড়কে জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)। তাঁরা দুজনই বিবাহিত। তাঁদের একটি করে সন্তান আছে।

স্থানীয় বাসিন্দা ও পত্নীতলা থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মহিমাপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে গতকাল রাত ৮টার দিকে অলিত ও সুভাষ নজিপুর পৌরসভায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে সাপাহার-নজিপুর সড়কের জলকার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা সড়কে পড়ে যান। ট্রাক্টরটি তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই অলিত চন্দ্রের মৃত্যু হয়। সুভাষকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে আজ শনিবার সকালে মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।