সড়কে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবস্থাপকের

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ আরএফএল কোম্পানির ভৈরব শাখার বিক্রয় বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পৌর শহরের ভৈরবপুর নাটাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাইনুল ইসলাম তুষার (৪৫)। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমওয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই ঘটনায় ট্রাকচালকের সহকারী রাতুল মিয়াকে (১৮) আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় রাতুল ট্রাকটি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাইনুল মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। নাটাল এলাকায় মোটরসাইকেল দাঁড় করিয়ে তিনি একজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিকে কয়লাবোঝাই একটি ট্রাক মাইনুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাইনুল ছিটকে দূরে পড়ে যান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাইনুল মারা যান।

থানা হেফাজতে রাতুল বলেন, ট্রাক চালান মূলত তাঁর খালু। তিন বছর ধরে তিনি তাঁর সহকারী হিসেবে আছেন। কোনো কোনো সময় কম দূরত্বের গন্তব্যে তিনি গাড়ি চালিয়ে নিয়ে যান।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক ট্রাকচালকের সহকারী রাতুলের ড্রাইভিং লাইসেন্স নেই।