সড়কে ব্যারিকেড দিলেন বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা

চট্টগ্রামে বিদ্রোহী কাউন্সিল প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ
ছবি : জুয়েল শীল

চট্টগ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী এক কাউন্সিলর প্রার্থীকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার জের ধরে তাঁর সমর্থকেরা আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার সড়কসহ বিভিন্ন অলিগলিতে ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ ছাড়া তাঁরা সড়কে আগুন দিয়ে স্লোগান দিচ্ছেন। বিদ্রোহী ওই প্রার্থীর নাম জহুরুল আলম।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন পেয়েছেন নুরুল আফসার। সেই ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী জহুরুল আলম।

এর আগেও নুরুল আফসার ও জহুরুলের অনুসারীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে ৫ জন আহত হন। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ঠেকানোর জন্য রাস্তায় অবস্থান নিয়েছে। বিকেল সোয়া ৪টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, বিশ্বব্যাংক আবাসিক এলাকার আই ব্লক রোডের এক পাশে ৩০ জনের মতো পুলিশ সদস্য ও অন্য পাশে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি অবস্থান করছেন। আশপাশের লোকজন আতঙ্কে বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ করে রেখেছেন। ওই এলাকায় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।