সড়কে রশি দিয়ে চলন্ত মোটরসাইকেল আরোহীকে ফেলে দিয়ে হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়কে রশি দিয়ে চলন্ত মোটরসাইকেল আরোহীকে ফেলে দিয়ে হত্যা করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মদনপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহীন মাতব্বর (৪০)। তিনি উপজেলার মদনগঞ্জ এলাকার মৃত সুলতান মাতবরের ছেলে। তিনি মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কোম্পানিতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, শাহীন মাতব্বর বুধবার দিবাগত তিনটার দিকে মদনপুর থেকে মোটরসাইকেলযোগে মদনগঞ্জ আসছিলেন। পথে বন্দর উপজেলার তালতলা এলাকায় ছিনতাইকারীরা সড়কে রশি দিয়ে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহী শাহীনকে ফেলে দিয়ে তাঁর মোটরসাইকেল ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিকালে তাঁকে রক্তাক্ত জখম করা হয়। ভোরে টহল পুলিশ হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি ফখরুদ্দিন ভূঁইয়া আরও জানান, ছিনতাইকারী চক্রটিকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।