সড়কের জন্য বারবার ধরনা, সাড়া না পেয়ে স্বেচ্ছাশ্রমে নিজেরাই বানাচ্ছেন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার ভোর থেকে ছাতারিয়া গ্রামের শতাধিক বাসিন্দা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঁচা সড়ক তৈরি শুরু করেছেন
ছবি : প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার ভোর থেকে ছাতারিয়া গ্রামের শতাধিক বাসিন্দা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাতায়াতের জন্য এক কিলোমিটার রাস্তায় মাটি ফেলে কাঁচা সড়ক তৈরি শুরু করেছেন। ফলে ভোগান্তি থেকে রক্ষা পাবে গ্রামের দেড় হাজার মানুষ।

গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের মঞ্জুরুল ইসলামের কেজি স্কুল থেকে ছাতারিয়া দক্ষিণপাড়া মসজিদ পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণের জন্য গ্রামবাসী সরকারের কাছে দফায় দফায় আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। সড়কটি না হওয়ায় দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। দুর্ভোগ কমাতে নিজেরাই উদ্যোগী হয়েছেন এবার।

স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক নির্মাণের উদ্যোগ নেন ছাতালিয়া গ্রামের আবদুর রাজ্জাক (৫৭)। তিনি গ্রামের লোকজনকে নিয়ে গতকাল ভোর থেকে সড়ক নির্মাণের কাজ শুরু করেন। সড়কটি তৈরি করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।

ছাতারিয়া গ্রামের আবদুর রাজ্জাক (৫৭) বলেন, ‘কেউ এই সড়ক দিয়া শহরে যাইতে পারত না। কোনো রোগী শহরে চিকিৎসার জন্য নিতে হলে কাঁধে করে নিতে হয়। তাই আমরা নিজেরাই রাস্তায় মাটি ফেলে সড়ক তৈরির কাজ শুরু করেছি।’ একই গ্রামের আবদুস সালাম আকন্দ বলেন, ‘বাড়ি থেকে টাউনে যাওয়ার জন্য বের হলে এক কিলোমিটার সড়ক যাইতে এক ঘণ্টা সময় লাগত।

ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার কথা চিন্তা করে আমরা মিলেমিশে মাটি কাটতে রাস্তায় নামছি। সবাই যেন এ সড়কে বালা মতন যাইতে পারে।’

ছাতারিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাহাদুর আলী বলেন, ‘এলাকাবাসী নিজেরা স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাটি ফেলে সড়ক তৈরি করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দৃষ্টান্ত দেশবাসী অনুকরণ করবে।’

সাতপোয়া ইউপির চেয়ারম্যান আবু তাহের বলেন, এটি গ্রামবাসীর মহৎ উদ্যোগ। রাস্তাটি হলে গ্রামের দেড় হাজার মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন বলেন, স্বেচ্ছাশ্রমে গ্রামবাসী সড়ক তৈরির কাজ শুরু করা একটি ভালো উদ্যোগ। এভাবে দেশের সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করে সড়ক তৈরি করলে সরকারকে সহায়তা করা হবে। এটি দেখে দেশের সবাই উদ্বুদ্ধ হবে। সড়কটি পাকা করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।