হটলাইন নম্বরে কল, প্রাণে বাঁচল বানরটি

নাটোরের সিংড়া পৌরসভার হটলাইন নম্বরে কল পেয়ে পরিবেশকর্মীরা বস্তাবন্দী একটি বানরকে উদ্ধার করেন
প্রথম আলো

পৌরসভার হটলাইন নম্বরে কল পেয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বস্তাবন্দী একটি বানরকে উদ্ধার করেছেন। আজ রোববার সকালে নাটোরের সিংড়া পৌরসভায় এই ঘটনা ঘটে।

সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় এক যুবক পৌরসভার হটলাইন নম্বরে কল করে জানান যে শহরের নিংগইন ভাটোপাড়া এলাকায় এক ব্যক্তি একটি বানরকে হত্যার জন্য বস্তাবন্দী করে রেখেছেন। খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যদের জানায়। পরে ওই কমিটির সদস্যরা সিংড়া থানা–পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। পরে বানরটিকে ওই এলাকায় ছেড়ে দেওয়া হয়।

জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহসভাপতি হাসান ইমাম বলেন, দীর্ঘদিন ধরে দলছুট একটি বানর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকায় ঘুরে বেড়াত। মানুষের ক্ষয়ক্ষতিও করত। এতে বিরক্ত হয়ে এক ব্যক্তি বানরটিকে বস্তাবন্দী করে রেখেছিলেন। তাঁরা বানরটি উদ্ধার করে ছেড়ে দিয়েছেন এবং স্থানীয় লোকজনকে বানরটি দেখে রাখার অনুরোধ করেছেন।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, হটলাইন নম্বরে কলের ভিত্তিতে পৌরবাসীর যেকোনো জরুরি সেবা দেওয়া হয়। এই নম্বরে ফোন করে খবর দেওয়ায় বানরটিকে বাঁচানো গেছে।