হঠাৎ চায়ের দোকানে ঢুকে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগের নিহত নেতা হারুনুর রশিদ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। গতকাল রাত নয়টার দিকে স্থানীয় চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় হারুনুর রশিদ (৫৫) নামের ওই নেতাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

হারুনুর রশিদ বশিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে গতকাল রাতে হারুনুর রশিদ বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ সিএনজিচালিত অটোরিকশায় করে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের কবজি, পা ও মাথায় রক্তাক্ত জখম করা হয়। কয়েকটি ফাঁকা গুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হারুনুর রশিদকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনের ভাষ্য, এলাকায় সন্ত্রাস রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন হারুনুর রশিদ। এর আগেও বিএনপির লাদেন-মাসুম বাহিনীর লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছিল। এবারও বিএনপি-জামায়াতের লোকজন তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে তাঁর অভিযোগ। দলীয় কোন্দলের জেরে এমন হত্যাকাণ্ডের কথা নাকচ করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হারুনুর রশিদকে কুপিয়ে আহত করে। পরে ঢাকায় নেওয়ার সময় কুমিল্লার বিশ্বরোড এলাকায় তাঁর মৃত্যু হয়। হামলার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।