হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী

একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিহাদ সিদ্দিকী ইরাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ অক্টোবর বিকেলে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বালু নেওয়াকে কেন্দ্র করে স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামের আবদুল কাদির (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। স্বদেশী ইউপির চেয়ারম্যান জিহাদ সিদ্দিকীর বিরুদ্ধে এই হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠে। ওই দিন রাতে নিহত আবদুল কাদিরের ছেলে ফরিদ মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামিকে করে ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ময়মনসিংহ জেলা কারাগারে রয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বদেশী ইউপির চেয়ারম্যান মো. জিহাদ সিদ্দিকীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। ফলে তাঁকে পদ থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করতে এই আদেশ জারি করা হয়।

এ ব্যাপারে ইউএনও মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, চেয়্যারম্যান জিহাদ সিদ্দিকীর সাময়িক বরখাস্ত–সংক্রান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি পরিষদের আর কোনো দায়িত্বে পালন করতে পারবেন না। তাঁর পরিবর্তে একজন ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।