হত্যা মামলায় চার দিনেই স্বামীকে আসামি করে অভিযোগপত্র দাখিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের দিন গত শুক্রবার পারিবারিক কলহের জের ধরে খুন হন গৃহবধূ বিবি ফাতেমা (৪৫)। এ ঘটনার চার দিন পর তাঁর স্বামী নুরুল আলমকে (সবুজ) আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই অভিযোগপত্র দাখিল করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সিদ্ধিরগঞ্জে গৃহবধূ বিবি ফাতেমা হত্যা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। তবে লকডাউনের জন্য শুনানির তারিখ ধার্য করেননি।

শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশরী এলাকায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ বিবি ফাতেমাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়। গৃহবধূর ছেলে মিলন মিয়া বাদী হয়ে তাঁর বাবা মিলন মিয়াকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালক নুরুল আলম সবুজ (৫০) পলাতক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, অভিযুক্ত নুরুল আলমকে ঘটনার দুদিন পর নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। নুরুল আলম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর স্ত্রীর সঙ্গে অন্যের পরকীয়া রয়েছে বলে সন্দেহ করতেন। সেই থেকে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।