হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম ওই রায় দেন। ২০১৫ সালের ৯ জানুয়ারি পুকুরিয়া নামোটিকরী গ্রামের মো. মুকুলকে (৩২) হত্যার দায়ে এই রায় দেন তিনি।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গঙ্গারামপুর গ্রামের মো. ডলার (২৩), মো. সুইট (২৮), মো. আলাউদ্দীন (৫৩), বাক্কার আলী (৫১), লাল মোহাম্মদ (৪৯), মো. ইসরাইল (৪৩) ও বাহার আলী (৩৮)। তাঁদের মধ্যে সুইট পলাতক।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৫ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় পুকুরিয়া নামোটিকরী গ্রামের মো. মুকুলকে বিএম বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মুকুলের বাবা রবিউল ইসলাম ১২ জানুয়ারি শিবগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ ২০ জনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১১ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন। এরপর আজ রায় হলো।