হবিগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল র‍্যাব সদস্যের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকায় গতকাল শনিবার রাতে পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা মো. মাহমুদুল হাসান (৩২) নামের এক র‍্যাব সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন (২৫) নামের আরেক র‍্যাব সদস্য। নিহত মাহমুদুল যশোরের বাসিন্দা এস এম মুরাদ হোসেনের ছেলে।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন দুর্ঘটনায় হতাহত হওয়ার খবরের তথ্য নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, র‍্যাব-৯ হবিগঞ্জ সিপিসি ক্যাম্পের দুই সদস্য ল্যান্স করপোরাল মাহমুদুল হাসান ও কনস্টেবল শাখাওয়াত হোসেন গতকাল রাত আটটার দিকে কাজ শেষে মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জে র‍্যাব কার্যালয়ে ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে। র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই র‌্যাব সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান। আহত শাখাওয়াতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাহমুদুল হাসানের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।