হবিগঞ্জে প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জ জেলার ম্যাপ

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ তাঁদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। আজ বুধবার সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেটসহ ৯টি রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

প্রশাসনের সঙ্গে বৈঠকে বাস মালিক-শ্রমিক পরিষদের নেতারা বলেছেন, আগামী ৭ নভেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে পুনরায় তাঁরা ধর্মঘটে যাবেন।

ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা (সিএনজিচালিত) বন্ধ ও সব ধরনের অবৈধ পরিবহন বন্ধের দাবি জানিয়ে হবিগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ গতকাল সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজারসহ জেলার ৯টি রুটে বাস চলাচল বন্ধে করে দেয়। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়

এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসন বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভা করেন। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহ কায়সার, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সজিব আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে জেলা প্রশাসন থেকে জানানো হয়, বাস মালিক-শ্রমিক সমিতির দাবিগুলো যৌক্তিক। তাই খুব শিগগিরই মহাসড়কে অটোরিকশাসহ অবৈধ যানচলাচল বন্ধে অভিযান চালাবে পুলিশ প্রশাসন। এ আশ্বাসে পরিবহন মালিক-শ্রমিকেরা আজ থেকে তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। এর কার্যকারিতা দৃশ্যমান দেখতে চাই। আগামী ৭ নভেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখলে ৭ নভেম্বরের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

জানতে চাইলে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সঙ্গে প্রশাসন সমঝোতায় পৌঁছতে পেরেছে। এ জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।