হরিণাকুণ্ডুতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৪০

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই ইউপি সদস্য প্রার্থী সাইদুল ইসলাম ও রেজাউল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার শ্রীফলতলা গ্রামের লস্কার পাড়ায় এ ঘটনা ঘটে।  

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ২০ জনকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

স্থানীয় লোকজন জানান, আজ সকালে শ্রীফলতলা গ্রামের একটি চায়ের দোকানে সাইদুল ও রেজাউলের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ওসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে আজিজ লস্কার গ্রামে তাঁর এক সমর্থককে বিনা উসকানিতে রেজাউল ইসলামের লোকজন মারধর করেছে। এরপর আজ সকালে আবার একই গ্রামে একটি চায়ের দোকানে আবার তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে রেজাউল ইসলাম বলেন, প্রতিপক্ষের লোকজন নানাভাবে ভোটে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। এটা তারই একটি অংশ।

এ বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় দুই প্রার্থীর সমর্থকেরা জড়িত ছিলেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। ওই গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে ওই এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।