হরিরামপুরে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

যৌন নিপীড়ন
প্রতীকী ছবি

এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা শাখার বরখাস্ত হওয়া নিরাপত্তাকর্মী দুলাল মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ওই নারী তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন।

ভুক্তভোগী ওই নারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি এনজিওতে মাঠকর্মীর চাকরি করেন ওই নারী। গত বৃহস্পতিবার বিকেলে কৃষি ব্যাংক উপজেলা শাখায় পেশাগত কাজে যান তিনি। বিকেল চারটার দিকে কাজ শেষে ব্যাংক থেকে বের হওয়ার সময় নিরাপত্তাকর্মী দুলাল মিয়া (২৮) তাঁকে জড়িয়ে ধরেন। প্রথমে লোকলজ্জায় ঘটনাটি চেপে যান তিনি। পরে রোববার দুপুরে এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক জামাল উদ্দিনের কক্ষে সালিসি বৈঠক হয়। এতে ভুল স্বীকার করে নিরাপত্তাকর্মী ওই নারীর পা ধরে ক্ষমা চান। পরে উপস্থিত সবার সামনেই ওই নারী তাঁর পায়ের জুতা দিয়ে নিরাপত্তাকর্মীকে পেটান।

এ নিয়ে আজ মঙ্গলবার প্রথম আলোতে ‘হরিরামপুরে যৌন নিপীড়নের ঘটনা সালিসে মীমাংসা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ঘটনাটি সবার নজরে আসে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় ওই নারী থানায় প্রথমে কোনো অভিযোগ করেননি। তবে আজ ওই নারী এ ঘটনায় মামলা করেন। মামলার আসামি দুলাল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।