হল খুলে দেওয়ার দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যালয়ে আবা‌সিক হল খুলে দেওয়ার দা‌বিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেল থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন,  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ রেখে এবং অনলাইন ক্লাসের রিভিউ ক্লাস না নিয়ে চূড়ান্ত পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি অমানবিক সিদ্ধান্ত। কারণ, বিশ্ববিদ্যালয়ের বাইরে কোথাও থাকার মতো অবস্থা নেই। হলে না থাকতে পারলে নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যায় পড়তে হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতিমধ্যে অনেক শিক্ষার্থী সিলেটে চলে আসায় মেস বা বাসা নিতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিতে হবে।  

বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী বিশ্বজিৎ দেব বলেন, হলের বাইরে থাকার মতো সামর্থ্য শিক্ষার্থীদের নেই। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা প‌হিলের ব‌্যবহৃত মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।

রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে অবস্থান করছিলেন।