হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী বাজারের দক্ষিণ পাশে থাকা ধারাম হাওরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এতে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার নোয়াবন্দ গ্রামে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ধরমপাশা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ছয় ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজেদের গ্রামের সামনে থাকা জলাশয় থেকে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে পাশের জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা সাতটার দিকে নৌকাটি জয়শ্রী বাজারের খানিকটা দক্ষিণ পাশে পৌঁছানো মাত্রই প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। আশপাশের লোকজন নৌকা নিয়ে এসে পাঁচজনকে সেখান থেকে উদ্ধার করলেও মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে নিয়োজিত থাকা জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম চন্দ্র সরকার বলেন, ধারাম হাওরে নৌকাডুবিতে লোকজনের চিৎকার শুনে স্থানীয় জনপ্রতিনিধিসহ ১৫–২০ জন মিলে ৪–৫টি ট্রলার নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা পাঁচজনকে উদ্ধার করতে পেরেছেন। নৌকাডুবিতে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে।