হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তরুণ নিহত

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মিঠু মিয়া (২৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকালে উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় কৈতক পল্লি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রোববার সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের কয়েক ব্যক্তি গ্রামের পাশের দেখার হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মিঠু মিয়া। এ সময় আহত হন ইসলামপুর গ্রামের এনামুল হক (২০), মহিবুল্লাহ (২১) ও আবদুল আজিজ (২০)। আহত ব্যক্তিদের চিৎকার শুনে হাওরে থাকা অন্য জেলেরা তাঁদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।