হাকিমপুরে ১৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ভারত সীমান্ত–ঘেঁষা দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ গত ৩৬ ঘণ্টায় স্থানীয়ভাবে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হিলি স্থলবন্দর দিয়ে  দুই দেশের মানুষের চলাচল শুরু হওয়ার পর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। স্বাস্থ্যবিধি পালনে প্রশাসনের নজরদারি না বাড়ালে আক্রান্তের হার আরও বাড়বে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এই উপজেলায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল গত বছরের ২৭ এপ্রিল। এবার ১৬ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০। গত ১ সপ্তাহে হাকিমপুর উপজেলার ১৬২ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফলে সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও জেলার ১৩টি উপজেলার মধ্যে এখানে সংক্রমণের হার ছিল সর্বনিম্ন। করোনা পরিস্থিতিতে গত বছর ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার দীর্ঘদিন বন্ধ ছিল। দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে ১২ মে থেকে আবার দুই দেশের যাত্রীদের চলাচল শুরু হয়। তারপর থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে স্থানীয় ব্যক্তিরা ধারণা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মোহাম্মদ নুর এ আলম বলেন, আজ বিকেল পর্যন্ত ভারতে আটকে থাকা ১৫৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের প্রত্যেকের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। ১৬ মে প্রথম ফেরত আসা ৩৭ জন যাত্রীর হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। পুনরায় তাঁদের করোনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ এসেছে।

ইউএনও মোহাম্মদ নুর এ আলম আরও বলেন, ‘সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আগে থেকে কঠোর অবস্থান নিয়েছি। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। পোর্ট এলাকাতেও কঠোর স্বাস্থ্যবিধি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’