হাতুড়ি দিয়ে পিটিয়ে বিকাশ এজেন্টের ১১ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের এক এজেন্টের কর্মীর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৩টায় আলফাডাঙ্গা–গোপালপুর সড়কের হাওরের ব্রিজ–সংলগ্ন এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর শহরের বিকাশ এজেন্ট জ্যামসন ইন্টারন্যাশনালের মাঠকর্মী মো. কামরুজ্জামান মিন্টু রোববার বেলা ১টা ২০ মিনিটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখা থেকে ১২ লাখ টাকা তুলেন।

মো. কামরুজ্জামান বলেন, ‘টাকা তোলার পর তিনি আলফাডাঙ্গায় দুই বিকাশ ব্যবসায়ীকে প্রায় এক লাখ টাকা দিয়ে বাকি টাকা মোটরসাইকেলে গোপালপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন। পথে হাওরের ব্রিজ–সংলগ্ন এলাকায় ফাঁকা রাস্তায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার তরুণ তাঁকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ রাস্তার পাশে খাদে পড়ে যান। তখন ওই চার তরুণ তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে  টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যান। ওই ব্যাগের মধ্যে ১১ লাখ টাকা ছিল।

বিকাশ এজেন্ট জ্যামসন ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গোলাম মারুফ বলেন, কামরুজ্জামান মিন্টু তাঁর মাঠকর্মী হিসেবে কাজ করেন। রোববার মিন্টু ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলেছিলেন। ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে সড়কের পাশে ছিনতাই হওয়া ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।