হাতেনাতে দুই চোরকে আটক করে গণপিটুনি

গণপিটুনি
প্রতীকী ছবি

ঝালকাঠিতে দিনদুপুরে একটি বাসা থেকে চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় অপর দুই চোর স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একতলা একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। তাঁর স্বামী মো. শাহজাহান ঢাকায় চাকরি করেন। বেলা ১১টার দিকে মাকসুদা চায়ের পাতা কিনতে বাসার সামনে একটি দোকানে যান। এই ফাঁকে মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক মাকসুদার ঘরের দরজার হ্যাজবল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে দুই চোরকে হাতেনাতে ধরে গণপিটুনি দেন এবং পরে দুজনকে পুলিশে সোপর্দ করেন। এ সময় অপর দুই চোর স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে গেছে।

মাকসুদা বেগম বলেন, আটক দুই যুবকের সঙ্গে আরও লোকজন ছিলেন। তাঁরা ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও দুই ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে গেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে লুট করা টাকা ও গয়না উদ্ধার হবে।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। তিনি বলেন, চুরি হওয়া মাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।