হামলা চালানোর অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকের মালামাল বোঝাই ও খালাস করার কাজে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় দুজন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামলা চালানোর অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, তাঁর ছেলে সালাউদ্দিন তালুকদার, ভাতিজা জাহাঙ্গীর তালুকদার, একই এলাকার ঈমান হোসেন, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক ও লেবু মিয়া।
স্থানীয় লোকজন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকে মালামাল তোলা ও খালাস করার কাজ নিয়ে ইউপি চেয়ারম্যান হযরত আলী এবং কুলির সরদার আকবর আলী আকন্দের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে হযরত আলীর পক্ষের হিসেবে পরিচিত গোহালিয়াবাড়ী ইউপি সদস্য নজরুল ইসলামের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন। খবর পেয়ে হযরত আলীর লোকজন পাল্টা হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নজরুল ইসলাম ও আকবর আলী আকন্দ আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়।


এ ঘটনায় বিকেলে আহত আকবর আলীর ভাই আবু বক্কার আকন্দ বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব বলেন, দুই পক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা হলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।