হারিয়ে যাওয়া মাকে খুঁজছেন ছেলে

হারিয়ে যাওয়া মা মেরিনা পারভীন
সংগৃহীত

চিকিৎসার জন্য মাকে রাজশাহী নিয়ে আসার পথে হারিয়ে ফেলেছেন ছেলে। গত দুই দিন ধরে মাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। এই মায়ের নাম মেরিনা পারভীন (৪০)। তাঁর ছেলের নাম তারিকুল ইসলাম ওরফে সোহাগ। তাদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামে।
ছেলে তারিকুল ইসলামের দাবি, তাঁর মায়ের মানসিক সমস্যা আছে। সেটার চিকিৎসার জন্য সোমবার মাকে নিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বাবা মফিজ উদ্দিন ও নানি রোকেয়া বেগম। বেলা দুইটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় তাঁর মা হারিয়ে যান। ওই দিনই তাঁর বাবা মফিজ উদ্দিন পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ছেলে তারিকুলের ভাষ্য, তাঁর মাকে রাজশাহীতে মনোরোগ বিশেষজ্ঞ মামুন হুসাইনের কাছে চিকিৎসা করানো হয়। মা ওষুধ খেলে ভালো থাকেন। কিন্তু তিনি ওষুধ খেতে চান না। জোর করে ওষুধ খাওয়াতে হয়। এ জন্য তিনি বাড়ির লোকজনের প্রতি বিরক্ত থাকেন। সুযোগ পেলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সোমবার হঠাৎ করেই চোখের আড়াল হয়ে হারিয়ে যান তাঁর মা মেরিনা। কেউ তাঁর মায়ের খোঁজ পেলে জানানোর অনুরোধ জানান তিনি।