হাসপাতাল থেকে চুরির ২৭ ঘণ্টার মধ্যে সেই নবজাতক উদ্ধার

শিশু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়ার প্রায় ২৭ ঘণ্টার মধ্যে সেই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা একটার দিকে রাজশাহী নগরের তালাইমারী পল্টুর বস্তি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে মেয়েশিশুটি চুরি করা হয়েছিল। ওই নবজাতকের মায়ের নাম কমলি রবিদাস। রাজশাহী নগরের আইডি বাগানপাড়া এলাকার গোপাল দাসের স্ত্রী তিনি। গোপাল দাস পেশায় মুচি। অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুটির জন্ম দেন কমলি। এটি তাঁর প্রথম সন্তান।

আজ বেলা সোয়া একটার দিকে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাত্র ১০-১৫ মিনিট আগে রাজশাহী নগরের পল্টুর বস্তি থেকে তাঁরা নবজাতকটিকে উদ্ধার করেছেন। তদন্ত শুরুর ২৭ ঘণ্টার মধ্যে তাঁরা শিশুটিকে উদ্ধার করতে পেরেছেন। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনার তিন দিন আগে কমলি রবিদাস মেয়েশিশুটির জন্ম দেন। এরপর থেকে হাসপাতালে সহায়তার নামে তাঁর সঙ্গে এক তরুণী ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ওই তরুণীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানেন না। শুক্রবার সকালে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার মা। এ সময় নবজাতকটি চুরি হয়। অজ্ঞাতনামা ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন