হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে সন্তানের জন্ম

নবজাতক
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে এক নারী সন্তান প্রসব করেছেন। গতকাল রোববার দুপুরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম রাজিয়া সুলতানা (২১)। তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ নাহিম উদ্দিনের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী রাজিয়াকে একটি ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী মুহাম্মদ নাহিম উদ্দিন। গাড়িতে যাওয়ার পথে রাজিয়ার সন্তান প্রসব শুরু হয়। পরে দ্রুত গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে নেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক এসে তাঁর সন্তান প্রসব করান। রাজিয়ার কন্যাসন্তানের জন্ম হয়েছে।

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহানিয়া আক্তার বিল্লাহ বলেন, রোগীর অবস্থা এমন ছিল যে কয়েক মিনিট দেরি হয়ে গেলে দুর্ঘটনা ঘটে যেত। নবজাতকের গলায় নাড়ি পেঁচিয়ে ফাঁস লাগা অবস্থায় ছিল। গাড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে আসামাত্র নাড়ি কেটে নবজাতককে শঙ্কামুক্ত করেন তিনি। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে গাড়িতে করে নিয়ে এলে তখন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালের সামনে গাড়িতেই প্রসবকাজ সম্পন্ন করেন চিকিৎসক সোহানিয়া আক্তার বিল্লাহ।