হাসপাতালে যেতে গিয়ে রাস্তাতেই সন্তান প্রসব

রাজবাড়ী জেলার মানচিত্র
প্রতীকী ছবি

গভীর রাতে প্রসবব্যথা ওঠায় অন্তঃসত্ত্বা স্ত্রী রেহেনা আক্তারকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন স্বামী লুৎফর রহমান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সড়কের পাশে সন্তানের জন্ম হয়। এরপর স্ত্রী ও নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকা পড়েন। যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে তাঁদের আরও আধা ঘণ্টা লেগে যায়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় সন্তান জন্ম দেওয়ার এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

লুৎফর রহমান বলেন, গতকাল রাত তিনটার দিকে তাঁর স্ত্রীর প্রসবব্যথা ওঠে। প্রথমে বাড়িতে সন্তান প্রসবের চেষ্টা করা হয়। অবস্থার অবনতি হলে স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে হাসপাতালে রওনা হন। একপর্যায়ে রাস্তায় সন্তানের জন্ম হয়। নাড়ি কাটার জন্য মা ও নবজাতককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, উপজেলা পরিষদ মাঠের সামনের যানজটের কারণে মাঝেমধ্যেই অনেক জরুরি রোগী হাসপাতালে যথাসময়ে পৌঁছাতে পারেন না। রেহেনা ও তাঁর সদ্যজাত সন্তান আরেকটু সময় আটকে থাকলে দুজনই মৃত্যুঝুঁকিতে পড়ত।