হেরোইনসহ গ্রেপ্তার: জয়পুরহাটের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন। এই মামলায় রবিউলের সঙ্গে হেরোইনসহ গ্রেপ্তার হওয়া আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম (৩৫) নওগাঁর ধামইরহাট উপজেলার চকচানদিরা গ্রামের শরীফ উদ্দীনের ছেলে। খালাস পাওয়া ব্যক্তি হলেন আবু রায়হান (২৪)। তিনি একই উপজেলার চকম্বল গ্রামের আলেম মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি দুপুরে নওগাঁর ধামইরহাট থেকে ছেড়ে আসা মেধা এন্টারপ্রাইজের বাসে জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৫৫৪ গ্রাম হেরোইনসহ রবিউল ও রায়হানকে গ্রেপ্তার করে র‌্যাব, যার অনুমানিক মূল্য ৫ লাখ ৫৪ হাজার টাকা। তখন এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়।

জয়পুরহাট আদালতের পুলিশ পরির্দশক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।