হোটেলে খেতে বসা ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

যশোর শহরের আরবপুর এলাকায় আমিনুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আজ সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত আমিনুর শহরের আরবপুর এলাকার আবদুল মালেকের ছেলে। তাঁর বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর মাছ চাষের ঘের রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে আমিনুর আরবপুর মোড়ে একটি হোটেলে খাচ্ছিলেন। এ সময় তিনজন সন্ত্রাসী অতর্কিত হামলা করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে মারা যান।

নিহত আমিনুরের ভায়রা নজরুল ইসলাম বলেন, আমিনুরকে কোপানোর খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্ত্রাসীরা তাঁর বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয় সাগর নামের অপর এক যুবকের নেতৃত্বে আমিনুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হতে পারে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালিসহ বিভিন্ন থানায় হত্যাসহ হত্যা, অস্ত্র ও মাদক আইনে নয়টি মামলা রয়েছে।