১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ, ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা শরণার্থী
প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ৭১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার ইয়াবাসহ দুজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালীর নাফ নদী থেকে তাঁদের আটক করা হয়। মাদক চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটক দুজন হলেন উখিয়া উপজেলার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের কে-২ ব্লকের বাসিন্দা মো. নুর কবির (৩০) এবং একই এলাকার ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের জে-৩ ব্লকের বাসিন্দা মো. রহিম উল্লাহ (২০)।

পাচারকারীদের একজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যান। বিজিবির স্পিডবোটো ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, রোববার রাতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের তথ্য পায় বিজিবি। সেই সূত্র ধরে একটি বিশেষ টহলদল হোয়াইক্যং ঝিমংখালী নাফ নদী-সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিন ব্যক্তি একটি নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে এলে বিজিবি সদস্যরা তাঁদের থামানোর জন্য চ্যালেঞ্জ করেন। এ সময় পাচারকারীদের একজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যান। নজরদারিতে থাকা বিজিবির স্পিডবোটে ওই নৌকা ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতনের নিচে থেকে ২ কেজি ৭১ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দ মাদকের বাজারমূল্য ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা। জব্দ মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব থাকা পুলিশ পরিদর্শক তদন্ত আবদুল আলীম জানান, ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা করার পর তাঁদের আজ সোমবার বিকেলের দিকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।