১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ১০ ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আজ রোববার সকালে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনমাস্টার আবদুল মান্নান জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইলকান্দি এলাকায় ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ছয় ঘণ্টা প্রচেষ্টার পর সকাল সাড়ে আটটায় ইঞ্জিনসহ লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়। সকাল ৯টা ২০ মিনিটে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে পৌঁছার মধ্য দিয়ে ট্রেন যোগাযোগ চালু হয়। পরে দুর্ঘটনাকবলিত কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়।