১০ হাজার টাকা জরিমানা, পরিবারসহ হোম কোয়ারেন্টিনে

মানিকগঞ্জে শিবালয় উপজেলায় ভারতফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টিন অমান্য করায় তাঁর পুরো পরিবারকে কোয়ারেন্টিনে রাখতে বাধ্য করা হয়েছে। সোমবার দুপুরে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই নির্দেশ দেন। একই সঙ্গে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিবালয়ের গ্রামের বাড়িতে ফেরেন ভারতপ্রবাসী ওই ব্যক্তি। সোমবার হোম কোয়ারেন্টিন ভঙ্গ করে তিনি বাড়ির কাছে একটি দোকানে যান। খবর পেয়ে বেলা একটার দিকে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ রেজাউল হক। এ সময় তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাঁর পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখতে বাধ্য করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফিরোজ মাহমুদ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সদ্য বিদেশফেরত প্রত্যেক ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশ অমান্য করায় ওই ব্যক্তিসহ তাঁর স্ত্রী, দুই সন্তান, মা–বাবাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ রেজাউল হক বলেন, ভারতফেরত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে ১৪ দিন অতিবাহিত না হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না।