১০টি ভাটার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ইটভাটাগুলোর মধ্যে ছয়টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নেভানো হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অভিযানে ইটভাটার মালিকদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুল গফুর ও মো. হাবিবুর রহমান।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অভিযানের সময় র‍্যাব-১১, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন উপস্থিত ছিলেন।

ইটভাটাগুলো হলো রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার এলাকার মেসার্স এইচ ইউ বি ব্রিকস, মেসার্স জি এস বি ব্রিকস, মেসার্স শীতলক্ষ্যা ব্রিকস-১, মেসার্স শীতলক্ষ্যা ব্রিকস-২, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-১, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-২, মেসার্স আল্লাহর দান ব্রিক ফিল্ড, মেসার্স খৈসাইর ব্রিকস, মেসার্স এম বি এ ব্রিকস ও মেসার্স এ এ বি ব্রিকস।

উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)–এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোর মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

ইটভাটাগুলোর মধ্যে ছয়টি ইটভাটা এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নেভানো হয়। অভিযানের সময় ইটভাটাগুলোর সব কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।