১০১৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

বরিশালে ৮ বছর আগে ১ হাজার ১৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম ওরফে বাচ্চু। তাঁর বাড়ি বরিশাল নগরের দক্ষিণ ইছাকাঠি এলাকায়।

বরিশাল আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রাত সোয়া ১টার দিকে সিরাজুল ইসলামের বাড়ি থেকে ৫টি প্লাস্টিকের বস্তাভর্তি ১ হাজার ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ সময় সিরাজুল ইসলামকে আটক করেন র‍্যাব সদস্যরা। পরে বিমানবন্দর থানায় সিরাজুল ইসলাম ও তাঁর সহযোগী রিপন মিয়ার বিরুদ্ধে মামলা করেন র‍্যাব-৮–এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) আনিছুর রহমান।

তদন্ত শেষে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. আবদুল হালিম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেন। নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিরা দোষী সাব্যস্ত হলে আদালত সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। দোষ প্রমাণিত না হওয়ায় রিপনকে খালাস দেন। রায় শেষে সিরাজুল ইসলামকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।