১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না

ছয় মাসের সাজার ভয়ে পরিবার–পরিজন ছেড়ে ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মেরাজ মোল্লার। গতকাল শনিবার দুপুরে নড়াইলের কালিয়া থেকে সাজাপ্রাপ্ত আসামি মেরাজ মোল্লাকে (৩৭) গ্রেপ্তার করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা–পুলিশ।

গ্রেপ্তার মেরাজ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার চর-গওহরডাঙ্গা গ্রামের হিরু মোল্লার ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, গ্রেপ্তার মেরাজ মোল্লাকে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেন আদালত। এর পর থেকে সেই সাজার ভয়ে ১২ বছর ধরে পালিয়ে ছিলেন মেরাজ। অবশেষে তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করে পুলিশ। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে কালিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ও সহকারী এসআই আল মামুন। আজ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।