১২ মিনিটে ৩০০ মুঠোফোন চুরি, ধরা পড়ল সিসি ক্যামেরায়

দোকান থেকে মোবাইল চুরি করছেন এক তরুণ। সিসি ক্যামেরায় পাওয়া দৃশ্য।
সংগৃহীত

শরীয়তপুর জেলা শহরের পালং বাজারের একটি মুঠোফোন বিক্রির দোকানে চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১২ মিনিটে চোরের দল ওই দোকান থেকে ৩০ লাখ টাকার ৩০০টি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। সোমবার সকাল ৫টা ৪০ থেকে ৫টা ৫২ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহার পরিষ্কার বোঝা গেছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, জেলা শহরের পালং বাজারের উত্তর প্রান্তে সেমন্ত ঘোষের মুঠোফোন বিক্রির দোকান। সোমবার সকালে পাঁচজন চোরের একটি দল দোকানের দক্ষিণ দিকের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ৪টি ব্যাগে ভরে ৩০০টি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

ওই দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, সকাল ৫টা ৩৮ মিনিটে পাঁচ তরুণ দোকানের সামনে আসেন। ৫টা ৩৯ মিনিটে দোকানের দক্ষিণ প্রান্তের গলিতে ঢোকেন চার তরুণ। আর এক তরুণ গলির সামনে একটি কাপড় দিয়ে আটকে দাঁড়িয়ে থাকেন। ওই চারজনের একজন মুঠোফোন কানে ধরে দাঁড়িয়ে থাকেন আর তিন তরুণ সাটারের তালা কাটেন। সাটার খুলে দুজন ৫টা ৪২ মিনিটে ভেতরে প্রবেশ করেন। চারটি ব্যাগের মধ্যে দোকানে থাকা মুঠোফোনগুলো তুলে নেন। এরপর ৫টা ৫২ মিনিটে তাঁরা দোকান থেকে বেরিয়ে বাজারের উত্তর প্রান্তের সড়ক ধরে হেঁটে চলে যান।

দোকান থেকে মোবাইল নিয়ে ব্যাগে তুলছেন দুই তরুণ। সিসি ক্যামেরা থেকে পাওয়া দৃশ্য
সংগৃহীত

মুঠোফোন ব্যবসায়ী সেমন্ত ঘোষ বলেন, সকাল নয়টার দিকে কর্মচারীরা দোকান খুলতে গেলে চুরির ঘটনা নজরে আসে। দোকানের ২০০ মিটার দূরত্বে পালং মডেল থানা। দিনের আলোতে এত বড় চুরির ঘটনা কীভাবে ঘটল, তিনি ভাবতেও পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে পালং বাজারের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ পালং বাজার ও এর আশপাশে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত মাসে এক দোকানে অগ্নিসংযোগ করার দৃশ্যের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ। তারপরও তারা কেন তৎপর নয়, বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে ব্যবসা করবেন কীভাবে?’

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, এ চুরির ঘটনায় মামলা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। চোরের দলের সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করা হবে।