১২টি খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার

নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায়
সংগৃহীত

ময়মনসিংহে অভিযান চালিয়ে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বলেন, এক সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় মো. বাপ্পি (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি এখানে বাসাভাড়া নিয়ে থাকতেন। তিনি ময়মনসিংহ সদরের কালীবাড়ি কবরখানা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর নামে একাধিক মামলা আছে। কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, আটক ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়ে থাকতে পারে। উদ্ধার করা মাথার খুলি ও হাড়গুলো থানায় রাখা হয়েছে।