১৩ জনকে জরিমানা করলেন, মাস্কও দিলেন ইউএনও

স্বাস্থ্যবিধি না মেনে চলা লোকজনকে জরিমানার পাশাপাশি মাস্ক দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট থেকে তোলা ছবি
প্রথম আলো

সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে মাস্কও দিলেন আদালতের নির্বাহী হাকিম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সদর ইছাখালি, ঘাটচেক রাস্তার মাথা, রোয়াজারহাট, মরিয়ম নগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো  হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়েছে। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে চলা ও মুখে মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ১৩ জনকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।