১৫ দিন ধরে নিখোঁজ চটপটি বিক্রেতা

মো. আলামিন শেখ
সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক চটপটি বিক্রেতাকে ১৫ দিন ধরে পাওয়া যাচ্ছে না। ১ জানুয়ারি রাতে চরভদ্রাসন সদর বাজার থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শুক্রবার পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তির নাম মো. আলামিন শেখ (৪২)। তিনি সদরপুর উপজেলার জয় বাংলা গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে। ১০ বছর ধরে তিনি চরভদ্রাসনের বালিয়াডাঙ্গী গ্রামে ভাড়া বাড়িতে বাস করে আসছেন।

আলামিনের স্ত্রী ঝর্ণা আক্তার গতকাল সন্ধ্যায় চরভদ্রাসন থানায় জিডিটি করেন। ঝর্ণা বলেন, তাঁর স্বামী আলামিন চটপটি বিক্রি করে সংসার চালান। ১ জানুয়ারি সন্ধ্যার দিকে আলামিন দোকানে যাওয়ার উদেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।

আলামিনের দুটি ছেলে রয়েছে। তারা হলো জনি শেখ (১৪) ও রনি শেখ (১০)। জনি জানায়, ১ জানুয়ারি রাত সাড়ে আটটা পর্যন্ত সে তার বাবাকে চরভদ্রাসন সদরের তোয়া বাজার এলাকায় চটপটির দোকানের আশপাশে দেখেছে। এরপর আর দেখেনি।

ডায়েরিতে বলা হয়েছে, নিখোঁজের সময় আলামিনের পরনে নীল রঙের জ্যাকেট, কালো ফুলপ্যান্ট ও লাল-কালো মাফলার ছিল।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, জিডি হওয়ার পর থেকে আলামিনকে খুঁজে বের করার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।