১৬ জন করোনায় আক্রান্ত, মেহেরপুরের একটি গ্রাম লকডাউন

লকডাউন
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের ২৮ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় আজ রোববার সকালে উপজেলা প্রশাসন গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম বলেন, তেঁতুলবাড়িয়া গ্রামের ১৬ জন করোনায় আক্রান্ত হওয়ার পর গ্রামটি লকডাউন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, বিশেষ করে সীমান্তসংলগ্ন এলাকাগুলোয় করোনার সংক্রমণ বেশি। এসব এলাকায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি হবে, সেসব এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৯ জন, গাংনীতে ২৩ ও মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছেন। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৯৬। হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২৩ জন। মারা গেছেন ২৬ জন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদুর রহমান বলেন, উপজেলার চারটি সীমান্তবর্তী গ্রামে অ্যান্টিজের টেস্ট চলমান রয়েছে। সীমান্তসংলগ্ন হওয়ায় ভারতীয় জনগণের সংস্পর্শ আশার কারণে করোনার বিস্তার ঘটছে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তেঁতুলবাড়িয়া গ্রামটি মাদক চোরাকারবারিদের এলাকা হিসেবে পরিচিত। এ কারণে এখানে সহজেই করোনার বিস্তার ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এখানে পুলিশ–প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে।