১৬ বছর পর মামলার রায়, জীবিত ১৩ আসামিই খালাস

রাজশাহীর বাগমারা উপজেলায় দিপঙ্কর সাহা হত্যা মামলার রায় ১৬ বছর পর আজ বুধবার ঘোষণা করা হয়েছে। এতে মামলাটির বেঁচে থাকা ১৩ আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন আদালতে হাজির ছিলেন।

মামলাটির প্রধান আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্য মামলায় আগেই ফাঁসি হয়েছে। অন্য চার আসামির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত-১-এর বিচারক মোসা. ইসমত আরা ওই মামলার রায় ঘোষণা করেন।

২০০৪ সালের ২৯ এপ্রিল সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে জেএমবির হামিরকুৎসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে দিপঙ্কর সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৯ এপ্রিল সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে জেএমবির হামিরকুৎসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে দিপঙ্কর সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় দিপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ সাহা বাগমারা থানায় মামলা করেন।

মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ওই মামলায় ১৮ জন আসামি ছিলেন। মামলায় ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ১৩ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে ১২ জন জামিনে ও একজন পলাতক ছিলেন।