১৮ মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে চাচি আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে দেড় বছর বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মারা যাওয়া শিশুর নাম সাদিফা বেগম। সে তেলিকোনা গ্রামের রুমেন মিয়ার মেয়ে। আটক হওয়া নারীর নাম সুবিনা আক্তার। তিনি সম্পর্কে সাদিফার চাচি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ১৮ মাসের এক শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিকোনা গ্রামের রুমেন মিয়ার ১ বছর ৮ মাসের শিশুকন্যা সাদিফা বেগমকে রুমেনের ভাই পাবেল মিয়ার স্ত্রী সুবিনা আক্তার শুক্রবার সকালে ঘর থেকে কোলে নিয়ে বের হন। এরপর তিনি বাড়ির পেছনের পুকুরে পানিতে সাদিফাকে ফেলে দেন বলে এক প্রতিবেশী দেখতে পান। ওই প্রতিবেশী দ্রুত ঘটনাটি শিশুটির মাকে জানান। পরে এলাকার লোকজন শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল হক জানান, তাঁদের পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল বলে জানা নেই। অমানবিক ও নিষ্ঠুর এ ঘটনায় পুরো এলাকার মানুষ বাক্‌রুদ্ধ হয়ে পড়েছে। কেন এমন কাজ করছে কেউ বুঝে উঠে পারছে না।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলে শিশুটির লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, কী কারণে পুকুরে ফেলে শিশুটিকে হত্যা করা হয়েছে, তার তদন্ত চলছে।