১৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১৫

টাঙ্গাইলের সখীপুরে ১৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনেরই শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন নারী ও ৬ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৪১।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭০ জন বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন। উপজেলায় করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে মৃত্যুর পর পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ হয়েছেন দুজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার জানান, গত শনিবার ১৯ জনের নমুনা সংগ্রহ করে গতকাল রোববার পরীক্ষার জন্য ঢাকা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ আসা প্রতিবেদনে ১৫ জনেরই ফলাফল ‘পজিটিভ’ আসে। এর মধ্যে একজন নারী আগেই (ফলোআপ) ‘পজিটিভ’ ছিলেন। সখীপুরে এ পর্যন্ত ৯৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সখীপুরে নতুন করে শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক (এসআই), দুজন নারী স্বাস্থ্যকর্মী, একজন ব্যাংক কর্মকর্তা (২৭), দুজন যুবক, একজন শিশু (৮), একজন নারী শিক্ষার্থী, দুজন কৃষক ও চারজন গৃহবধূ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, গত ২১ এপ্রিল ঢাকাফেরত কাঁচামাল ব্যবসায়ী রিপন মিয়া (৩৫) উপজেলায় প্রথম করোনা ‘পজিটিভ’ হন। এপ্রিল মাসে ৬ জন, মে মাসে ৪ জন, জুনে ১৫ জন, জুলাইয়ে ৩০ জন ও আগস্টে সর্বোচ্চ ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পর্যায়ক্রমে শনাক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। আজ আগস্টের শেষ দিনে রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে।