২০০ বক উদ্ধার, পরে অবমুক্ত
বস্তায় ভরে প্রায় ২০০ বক অটোভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিকারিদের ধরার চেষ্টা করেন। তখন শিকারিরা বকগুলো ফেলে পালিয়ে যান। পরে উদ্ধার করা বকগুলো অবমুক্ত করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকায় আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
থানা–পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু পাখিশিকারি নানা উপায়ে বক শিকার করে বিক্রি করছেন। গতকাল সকালে শিকার করা প্রায় ২০০ বক বস্তায় ভরে অটোভ্যানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শিকারিরা। এ সময় স্থানীয় রেজাউল করিমের বিষয়টি নজরে পড়ে।
তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার একদল পুলিশ। পরে উদ্ধার করা বকগুলো অবমুক্ত করা হয়। সেই সঙ্গে শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন জীবন’–এর নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, সাধারণ মানুষ সোচ্চার হলে এসব অতিথি পাখিকে রক্ষা করা সহজ হবে। শিকারিদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পাখিগুলো উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়। পাখি রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।