২০২২ সালের মধ্যে শেষ হবে ডাবল লাইনের কাজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন এলাকায় রোববার ডাবল রেললাইনের নির্মাণকাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম।
প্রথম আলো

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর রেললাইন বাড়েনি। ট্রেনের সংখ্যা বেড়েছে। এ কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়। আগামী ২০২২ সালের মধ্যে ডাবল রেললাইনের কাজ শেষ হবে। ডাবল লাইনের কাজ শেষ হলেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম আজ রোববার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে নির্মাণাধীন ডাবল লাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে কাজের গতি থমকে যায়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্ব আরোপ করে রেলমন্ত্রী বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রীরা যাতে চলাচল করতে পারেন, সেদিকে আমাদের নজরদারি রয়েছে।’

কসবায় ডাবল লাইনের কাজ পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে রেলের পূর্বাঞ্চলীয় পরিচালক (চট্টগ্রাম) সর্দার শাহাদাত হোসেন, প্রকল্পপ্রধান আমিরুল ইসলাম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আখাউড়ায় নির্মাণাধীন রেললাইনের কাজ পরিদর্শনে যান।