৩ কেন্দ্রে ৯৮% ভোটের ঘটনা খতিয়ে দেখতে ইসির তদন্ত কমিটি

নির্বাচন কমিশন

জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি কেন্দ্রে গড়ে ৯৮ শতাংশ ভোট কাস্টিং, ব্যালট পেপার খোয়া যাওয়া ও নতুন করে ফলাফল শিট প্রস্তুত করার অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন (ইসি) তদন্ত কমিটি গঠন করেছে।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেনের সই করা চিঠিতে তদন্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে ওই চিঠি জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়।

১৯ নভেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘৩ কেন্দ্রে গড়ে ৯৮% ভোট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বর জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়ন ভোট হয়। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৯৬ থেকে ৯৯ শতাংশ ভোট কাস্টিং, ব্যালট পেপার খোয়া যাওয়া, নৌকার প্রার্থী মো. শহিদুল্লাহ ও তাঁর কর্মীদের প্রিসাইডিং কর্মকর্তাকে আটকে নতুন ফলাফল শিট তৈরি করার বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিতে এসেছে। এসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এসব অভিযোগ সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায় পাঠাতে বলা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘ইসির তদন্ত কমিটি গঠনের চিঠি পেয়েছি।’