৩০ কেজির বাগাড়, দেখতে মানুষের ভিড়

৩৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। আজ সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইলগাঁও বাজারে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। আজ রোববার স্থানীয় পাইলগাঁও বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি দেখতে কৌতূহলী লোকজন ভিড় জমান। পরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক ব্যক্তি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদী। পাশের রানীনগর গ্রামের জেলে জীবন বিশ্বাস প্রতিদিনের মতো গতকাল শনিবার ওই নদীতে মাছ ধরতে যান। রাতে তাঁর জালে ধরা পড়ে বাগাড় মাছটি। পরে মেপে দেখা যায়, এটির ওজন ৩০ কেজি।

জীবন বিশ্বাস বলেন, ‘মাছ ধরে জীবিকা নির্বাহ করা আমার পেশা। বংশানুক্রমে আমরা এ পেশায় আছি। বাপ-দাদাদের মুখে কুশিয়ারা নদীতে বড় বড় বাগাড় মাছ ধরার গল্প শুনতাম। জীবনের এই প্রথম এত বড় মাছ ধরতে পেরে আমি খুব খুশি।’

জেলে জীবন বিশ্বাস আজ সকালে স্থানীয় পাইলগাঁও বাজারে বাগাড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। সেখানে উৎসুক মানুষ ও ক্রেতারা ভিড় করেন। দর-কষাকষি করে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন পাইলগাঁও গ্রামের শেনুর আলী।

ক্রেতা শেনুর মিয়া বলেন, ‘৩৫ হাজার টাকা দিয়ে আমি মাছটি কিনেছি। পরে আমরা ১৫ জন বন্ধু মাছটা কেটে ভাগ করে নিয়েছি।’