৩২ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সের পতাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

পুলিশের জব্দ করা ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সের পতাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন। আজ রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে।
ছবি: প্রথম আলো

স্বাধীনতা দিবসে উপহার দেওয়ার জন্য তৈরি করা ফ্রান্সের ৩২ কিলোমিটার দীর্ঘ জাতীয় পতাকা ফেরত চেয়ে চাঁদপুরে এক প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে প্রায় আট মাস আগে পুলিশ পতাকাটি জব্দ করে বলে জানান তিনি।

আজ রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বাসিন্দা ফ্রান্সপ্রবাসী আলী নাজির মিজির স্ত্রী রোজিনা আক্তার।

লিখিত বক্তব্যে রোজিনা বলেন, ফ্রান্স সরকারকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুলাই ৫০ কিলোমিটার দীর্ঘ একটি পতাকা উপহার দেওয়ার পরিকল্পনা করেন আলী নাজির। ২০২০ সালের জুনে তাঁরা ওই পতাকা তৈরি শুরু করেন। গত বছরের ২৯ অক্টোবর পর্যন্ত পতাকাটির ৩২ কিলোমিটার তৈরি করা হয়। ওই সময় আশিকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে পতাকা তৈরিতে বাধা দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চাঁদা না দেওয়ায় রোজিনাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি পুলিশের পরামর্শে চাঁদপুর মডেল থানায় চাঁদাবাজি ও নারী নির্যাতন আইনে দুটি মামলা করেন। এরপর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন তাঁকে থানায় বসিয়ে তাঁর বাড়িতে গিয়ে দেখেন অভিযুক্ত আলমগীর হোসেন সেই পতাকা কেটে টুকরা টুকরা করছেন। এ সময় রোজিনার ছোট ভাই রিয়াদ গাজী পতাকা কাটতে বাধা দেন। তখন পুলিশ উল্টো রিয়াদকে আটক করে থানা নিয়ে আসেন। সেই সঙ্গে পতাকা, সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসে।

রোজিনা বলছেন, দীর্ঘ ৮ মাস পার হলেও পুলিশ সেই পতাকা ও মালামাল ফেরত দেয়নি। উল্টো মামলা করার কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে পতাকাটি ফিরে পেতে চান। সেই সঙ্গে তাঁর যে ক্ষতি হয়েছে, সেটাও তাঁকে দিতে হবে। তিনি নিজের নিরাপত্তা দাবি করে তাঁর মামলার আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।

চাঁদপুর মডেল থানার বর্তমান ওসি আবদুর রশিদ বলেন, ‘এটি আমার আসার আগের ঘটনা। বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। তবে আমি জেনেছি পতাকাটি পুলিশের হেফাজতে আছে।’