৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেল রাজমিস্ত্রির শরীর

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

নির্মাণাধীন পাকা দোতলা ভবনের ছাদের ওপর দিয়ে ৩৩ কিলোভোল্টের বিদ্যুতের লাইন টাঙানো। ছাদের কাজে রড কাটছিলেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন (৪০)। একপর্যায়ে রড সোজা করতে গিয়ে সেটি বিদ্যুৎলাইনে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আজ বুধবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকের স্বজন ও হাসপাতালের চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে অসাবধানতাবশত জসিম দুর্ঘটনার শিকার হন। স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জান্নাত আরা প্রথম আলোকে বলেন, জসিমের শরীরের অন্তত ৭০ শতাংশ ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে স্থানান্তর করা হয়েছে।

জুড়ীতে দায়িত্বে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী আনসারুল কবীর বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। এ ক্ষেত্রে বাড়ির মালিকসহ মিস্ত্রিদের সচেতন থাকা দরকার ছিল।