৪০ কেজির বাগাড় মাছ ৪৪ হাজার টাকায় বিক্রি

গতকাল মধ্যরাতে জানু হালদার নামের স্থানীয় এক জেলের জালে বাগাড় মাছটি ধরা পড়ে
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের বাগাড় মাছ। গতকাল রোববার মধ্যরাতে নদীর খালঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। আজ সোমবার ভোরে মাছটি কেটে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট মাছ বাজারের আড়তদার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘সকালে জানু হালদার নামের স্থানীয় এক জেলে বাগাড় মাছটি আমার আড়তে নিয়ে আসেন। এত বড় মাছ বাজারে ওঠার পর মাছটি কিনতে বহু লোক ভিড় জমান। পরে সাধারণ বিক্রেতার কাছে ৯০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিই। ওই বিক্রেতা পরে মাছটি কেটে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় বিক্রি করেছেন।’

ওই বাজারের মাছ বিক্রেতা মো. খুসিবুল জানান, তিনি ওই বাজারে ১০ বছর থেকে মাছ বিক্রি করছেন। তবে এ বাজারে কখনো এত বড় মাছ ওঠেনি বলে জানান তিনি।