৭ দিনের মধ্যে হিন্দুপাড়ায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পীরগঞ্জ পৌরসভার থানা সড়কের গুলশান মোড়ে
ছবি: প্রথম আলো

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বড় করিমপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলাকারীদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এ ছাড়া মামলার রায় তিন মাসের মধ্যে দিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ পৌরসভার থানা সড়কের গুলশান মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সড়কের দুই ধারে চার শতাধিক মানুষ বেলা ১টা পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন।

সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পীরগঞ্জ শাখার সভাপতি সন্তোষ কুমার সরকার বলেন, হিন্দুপল্লিতে হাজারো লোক হামলা করেছে। সেই তুলনায় গ্রেপ্তার খুবই কম। আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুততম সময়ে পুনর্বাসন, সাত দিনের মধ্যে মামলার তদন্তকাজ শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানিয়েছেন।

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে উত্তেজিত জনতা গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বড় করিমপুর এলাকার হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশ থানায় দুটি মামলা করেছে। মামলায় গ্রেপ্তার ৪২ জনকে গত সোমবার আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।