৭৭ শতাংশ ইউপিতে জয় পেয়েছে আওয়ামী লীগ

বিভাগের ছয় জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৬ জন। তাঁরা সবাই আওয়ামী লীগের।

বরিশাল বিভাগের ছয় জেলায় প্রথম ধাপে ১৭৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারের ওই নির্বাচনে ১৩৩টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, ৩৩টিতে স্বতন্ত্র প্রার্থী, ৩টিতে জাপা (এরশাদ), ৩টিতে জেপি (মঞ্জু) ও ১টি ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়ী হয়েছেন।

এর মধ্যে বিভাগের ছয় জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৬ জন। তাঁরা সবাই আওয়ামী লীগের। এই ২৬ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। এরপর আছে ভোলা। এই জেলায় এমন জয় পেয়েছেন ছয়জন। এ ছাড়া ঝালকাঠিতে তিনজন, পটুয়াখালীতে দুজন ও ঝালকাঠিতে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তবে বরগুনায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হননি।

বরিশাল জেলার ৫০টি ইউপি নির্বাচনে ৪১টিতে আওয়ামী লীগ, ৩টিতে জাতীয় পার্টি, ১টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থীরা জয়ী হয়েছেন। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলার ৪ উপজেলার ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯টিতে আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ছয়টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠি জেলার ৩১টি ইউপি নির্বাচনে ৩০টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। শুধু সদর উপজেলার কীর্তিপাশায় স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বরগুনার ৩১টি ইউপির মধ্যে ১৯টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। অন্য ১০টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সদর উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের হারিয়ে বেশিসংখ্যক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এ উপজেলার ৯টি ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগ ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বেতাগী উপজেলার সাত ইউপির সব কটিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নের চারটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়নের সব কটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বামনা উপজেলার চারটি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ ও অন্য দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালীতে ২৮টি ইউপি নির্বাচনে ১৬টিতে আওয়ামী লীগ, ৩টি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে দুমকি উপজেলার তিনটি ইউপিতে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গলাচিপা উপজেলায় ৪টি, দশমিনা উপজেলায় ১টি, বাউফলে ৮টি ইউপিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে।

পিরোজপুর জেলার ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। ১১টি ইউনিয়নে স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, বরিশাল এবং প্রতিনিধি, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী পিরোজপুর]